Posts

Showing posts from January, 2019

কবিতার মানুষ মান্না ভাইয়েরা এই রকম হয়।

কবিতার মানুষ মান্না ভাইয়েরা এই রকম হয়। কিছুদিন আগে মেসেঞ্জারে একটা মেসেজ পাঠালো জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সম্পাদক কবি মান্না ভাই তিনি আমাকে জানালেন জাতীয় কবিতা মঞ্চের  উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে একুশে বই মেলা কে সামনে রেখে বিজয় থেকে বিজয় শিরোনামে একটি কাব্যে গ্রন্থ প্রকাশ করবে আমি চাইলে দুইটা কবিতা দিয়ে অংশ গ্রহণ করতে পারি। যারা লেখালেখি করে তাদের লেখা কোন পত্রিকা ম্যাগাজিনে বা বইয়ে স্থান পেলে কি আনন্দ সেই একজন লেখক বলতে পারে আমি তার ব্যতিক্রম নয় অনাকাঙ্খিত এই সুযোগ টি পেয়ে আমার খুব আনন্দ হলো।ছব্বিশ ঘন্টা সময় নিয়ে দুই টা কবিতা লিখে দিলাম একটি বিজয় এনেছি/অপরটি বীরের মা বীরঙ্গনা।মান্না ভাই আমার লেখা কবিতা দুইটি পড়ে খুব প্রশংসা করলেন দারুণ উৎসাহ দিলেন বললেন লেখা চালিয়ে যেতে আমন্ত্রণ জানালেন কোন সন্ধ্যায় দেখা করার স্বরচিত কবিতা আবৃত্তি শুনবে শুনাবে। আসলে এতক্ষণ আমার লেখাটি পড়ে মনে হচ্ছে মান্না ভাই আমার খুব পরিচিত বা আমি জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাতের সাথে যুক্ত আছি আসলে এইটা সত্যি নয় কোনটির সাথে আমি সংশ্লিষ্ট নয় তবে আমি কিছু লেখতে চেষ্টা করি কবিতার মতো গল্পে...