Posts

Showing posts with the label গল্প স্বল্প

একটি মেয়ে দৌড়ে বাসে উঠে বৃষ্টিতে অর্ধেক ভিজে.............

Image
"সহযাত্রী" জিয়াউল হক ঈদের বাকি আর দুই দিন কেনাকাটা হয়নি সকালে বান্দরবান থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে যাত্রা করলাম। চট্টগ্রাম থেকে কেনাকাটা সেরে আবার গ্রামের বাড়ি যেতে হবে সন্ধ্যার আগে। আমার কাছে কেনাকাটা সব চেয়ে খুব কঠিন মনে হয় দোকানদারের সাথে দর কষাকষি খুব বিরক্ত লাগে, না করে কোন উপায় নেই এক হাজার টাকার কাপড় পাঁচ হাজার টাকা হাকাতে তাদের বাধে না আবার ঈদের মৌসুম একদিকে টিপ টিপ বৃষ্টি দুশ্চিন্তায় আছি কি করে কি করব। বান্দরবান থেকে বাসে যাত্রা করলাম আমার পাশে সীট খালি ব্যাগ টা ওখানে রাখলাম সামনে একটি কাউন্টার থেকে যাত্রী উঠাবে তারপর বিরতিহীন চট্টগ্রাম শহরে। নিদিষ্ট কাউন্টারে গেয়ে বাস থামে একটি মেয়ে দৌড়ে বাসে উঠে বৃষ্টিতে অর্ধেক  ভিজে যা তা অবস্থা হাতে একটি  ট্রাভেল ব্যাগ আমার পাশে সীটে এসে বসল। হাত ব্যাগ থেকে মোবাইল বাহির করে মোবাইলের সুইচ বন্ধ করে দিল দেখতে খুব ক্লান্ত, মনে হয় অনেক রাত ঘুমাইনি সীটে হেলান দিয়ে চুল বিলিয়ে দিল। তিন ঘন্টার যাত্রা বাস দ্রুতগতিতে ছুটে চলে এই প্রথম কোন অপরিচিত মেয়ের পাশে বসলাম ডান চোখে  বান্দরবানের পাহাড়ের অপার সৌন্দর্য আর বাম চোখে ...