Posts

৫০তম মহান বিজয় দিবস

Image
বিজয়ের   ৫০ই   প্রত্যাশা   এইদেশীয়   আন্তর্জাতিক   ষড়যন্ত্র   নিপাত   যাক।   আজ   বিশ্বের   বুকে   জন্ম   নেওয়া   স্বাধীন   ভূ   খন্ড   বাংলাদেশের   ৫০   বছরপূর্তি সুবর্ণ   জয়ন্তী   এমন   একটি   দিনের   সাক্ষী   হয়ে   মহান   আল্লাহর   দরবারে শুকরিয়া   জানাই   আলহাদুলিল্লাহ , সেইসাথে   শ্রদ্ধার   সাথে   স্বরণ   করি   মহান মুক্তিযোদ্ধের   মহান   নেতা   জাতির   জনক   বঙ্গবন্ধু   শেখ   মুজিবুর   রহমান স্বাধীনতা   আনন্দোলনের   ত্রিশ   লাখ   শহিদ   ও   দুই   লাখ   নির্যাতিত     মা   বোনের প্রতি।   ২০২১   ভিশন   সফলতার   সাথে   সম্পন্ন   করে   ২০৪১উন্নত   বাংলাদেশ   গড়ার স্বপ্নের   তরী   বঙ্গবন্ধু   কন্যা   জননেত্রী   শেখ   হাসিনা   এগিয়ে   নিয়ে ...

এইটা কি ২৪৪১১৩৯

Image
  এইটা   কি   ২৪৪১১৩৯ ইচ্ছেছিল   ইউপি   নির্বাচন   নিয়ে   নীরব   থাকবো   কিন্তু   দিদার   ভাইয়ের   চোখের জলের   কাছে   হার   মেনেছি।গত   দুই   সপ্তাহ   ধরে   নির্বাচন   নিয়ে   অনলাইনে অপলাইনে   উভয়ে   খুব   মাতিয়ে   ছিলাম   ফেইজবুক   কেন্দ্রিক   নির্বাচন     এখনও শেষ   হয়নি   প্রতিদিন   ফুলের   মালা   আর   ক্রেষ্ট   দেখতে   আর   ভালো   লাগেনা।   ইউটিউব   থেকে   একটু   ঘুরে   এলাম   চোখে   পড়লো   নব্বই   দশকের   জনপ্রিয়   অঞ্জন   দত্তের   বেলা   বোস ,  প্লে   করলাম   কানে   এলো   সেই অসাধারণ   মধ্যবিত্ত   পরিবারে   এক   প্রেমিকের   আত্মনাদ।   চাকরিটা   আমি   পেয়ে   গেছি ,  বেলা   শুনছো ? এখন   আর   কেউ   আটকাতে   পারবেনা .....

আমার অনুভূতি

Image
  বাংলাদেশ   আওয়ামীলীগ   আমার   অনুভূতি।   একটি   শিশুর   জন্ম   হলে   সেই   প্রথমে   কান্না   করে  , পরে   সেই   কথা   বলতে   শিখে , এই   কথা   বলা   কে   আমরা   ভাষা   বলি , আমার   এই   ভাষার   অধিকার   দিয়েছে   ছিল   আমাকে  , বাংলাদেশ   আওয়ামীলীগ , তারপর     স্বাধীনভাবে     বসাবাস   করার   জন্য   একটি   দেশের   প্রয়োজন   হয় ,  সেই   দেশও   দিয়েছে   আমাকে।   বাংলাদেশ   আওয়ামীলীগ  , আমি   কথা   বলার   ভাষা   পেয়েছি ,  স্বাধীনভাবে   বসাবাস   করার   জন্য   দেশ   পেয়েছি , এবং   আগামীর   উন্নত   বাংলাদেশর   স্বপ্ন   ২০৪১ রূপকল্প   পেয়েছি   তাও বাংলাদেশ   আওয়ামীলীগ  ,

কবিতা গুচ্ছ

  সিরিয়াল ৩৯ "টাকলার বিয়ে" জিয়াউল হক দেশ বিদেশে ঘুরতে ঘুরতে চুল গেলো তাহার। হঠাৎ মনে হলো বিয়ের বয়স হলো পার। বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশি ডেকে বলেন তিনি।  আমার কি বিয়ে করার বয়স হয়নি এখনি। হ্যাঁ হ্যাঁ বলে সবাই  তারা দিলে  সম্মতি কন্যার পিতার দ্বারে ঘুরে চাই দেখার অনুমতি। বন্ধু বান্ধব প্রতিবেশি করে কন্যা দেখার ব্যবস্থা সাঁজগোঁজ করে ধরে কন্যার বাড়ির রাস্তা। বাহ,বাহ বেশ বেশ কনে তাহার পছন্দ কনের জবাব,টাকলার সাথে বিয়ে বন্ধ। টাকলা নাছুড় বান্দা পন করেছে করবে বিয়ে ব্যান্ড পার্টি আর শানাইয়ের সুর বাজিয়ে। সারা গাও গ্রাম ঘুরে পেল এক ঘটকের দেখা ঘটক বলে বুদ্ধি খেলাও এতদিন লাগে বোকা। বলো বলো কি বুদ্ধি কান পেতে দিলো তাহাতে কাঞ্চন হাটে যাও পরচুল লাগাইও মাথাতে। বাহ,বাহ,বেশ বুদ্ধিখান মনে ধরল তাহার সেঁজেগোঁজে পৌছে সেই গেল কনের দ্বার।  বর কনে দুজন হয়ে গেল এইবার রাজি কবুল,কবুল,সম্মতিতে বিয়ে পড়ায় কাজী। টাকলা বাসর ঘরে জামা খুলে পরচুল তুলে  এই কি?কি? কান্ড, ভন্ড,নববধু রেগে বলে। তোমার সাথে করব না তো আমি সংসার প্রতারণা অভিনয়ের  ছিলতো না দরকার। টাকলা কপাল চাপড়াই কপালে দিলো হাত আমার ...