প্রবাসীর দেশে যাওয়া ও ফিরে আসার গল্প...



"যাত্রা"
জিয়াউল হক

দেশে যাওয়ার আনন্দ ফিরে আশার দুঃখ
অনুভব হয় না।
দেড় যুগের যাত্রায় সেই নতুন কি
বিমান ভ্রমণের ক্লান্তি,ভোগান্তি
আগের মত প্রতিবাদী হয় না।
প্রথম বার যখন আমি দেশে যায়
তার ছয় মাস আগে থেকে ফোন করে করে সবাই কে জিজ্ঞেস করলাম
কার কি লাগবে।
কত কি সেই তো বলে শেষ করা যাবে না।
নিজের সবটুকু উপার্জন দিয়ে চেষ্টা করেছি
সাধ্যের মধ্যে ছিল না তাই অনেকের কিছু কিছু চাওয়া পূরণ হয়নি।
ভিষণ রাগ অভিমান মনের মাঝে বদলে যাওয়ার মুখোশ সেই দিন দেখেছি।
শুধু একটি মানুষ কে খুশি করতে পেরেছি।
অথচ তার জন্যে তেমন কিছু নেওয়া হয়নি
তারপর তিনি খুশি মহাখুশি।
কে সেই জানেন
মা আমার মা।
প্রবাসীদের দেশে যাওয়া ফিরে আশার গল্পটা
অনেকের এমন 
কেউ নতুন করে জানে কেউ পুরাতন অভ্যস্ত। 


২৫শে অক্টোবর ২০১৮
কবিতা একশত আটান্ন


Comments

Popular posts from this blog

একটি মেয়ে দৌড়ে বাসে উঠে বৃষ্টিতে অর্ধেক ভিজে.............

চাটগাঁইয়া ভাষার কবিতা

চাটগাঁইয়া কবিতা....নোয়া পয়সা....