আশার আলো

আশার আলো।
শাহান শাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী উচ্চ বিদ্যালয়।

কাঞ্চন নগরের আরেক টি উচ্চ বিদ্যালয় হচ্ছে শুনে খুব আনন্দ লাগছে ভাল লাগছে অনেক খুশি হলাম।বিশাল এলাখা এক প্রান্তে একটি মাত্র উচ্চ বিদ্যালয় ব্যাপার টা যেন কেমন এই কেমন থেকে আমরা শীঘ্রই মুক্তি পাচ্ছি আমাদের মুক্ত করছে মাইজ ভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশের মানিক পুর শাখা ও এলাখার সর্বস্তরের জন সাধারণ কাঞ্চন নগর রক্তছড়ি কুলে দায়রা শরিফের পাশে নিজস্ব জমিতে আজ শাহান শাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী উচ্চ বিদ্যালয় এর ভবন নির্মাণের শুভ উদ্বোধন হবে।শিক্ষার গ্রহণের সুযোগ থেকে পিছিয়ে থাকা কাঞ্চন নগরবাসীর জন্য সু খবর আর কি হতে পারে তাই আমি এই খবরে আনন্দিত উচ্ছ্বসিত ।যতটুকু জেনেছি আগামী ২০১৯ সাল জানুয়ারি থেকে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ভর্তি মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হবে। সকল শিক্ষার্থী শিক্ষক বিদ্যালয় প্রতিষ্টার কলা কৌশলীদের জন্য আগাম শুভেচ্ছা অভিনন্দন ভালবাসা অবিরাম।


আমার ভাল লাগে কাঞ্চন নগরের প্রতিটা প্রান্ত আলো বাতাস মাটি রাস্তাঘাট নদী নালা ঘুরে বেড়ানো সেই পুরানো নেশা হঠাৎ প্রবাসী হয়ে গেলাম আমার প্রবাসী সকল বন্ধুরা আমার সাথে একবাক্য শিকার করবে প্রবাস হল অলেখিত জেল খানা এই জেল খানা থেকে প্রথম যে মুক্তির স্বাদ পেলাম মানে ছুটিতে বাড়িতে গেলাম তখন সকাল বিকাল দু বেলা কাঞ্চন নগর কে ঘুরে ঘুরে দেখি দীর্ঘদিন পর প্রবাস থেকে গেলাম তাই এলাখার পরিবর্তন টা আমার চোখে বেশি লাগে আমার সাথে বন্ধুদের প্রশ্ন করি এই টা কার বাড়ি এই জমি কে বরাট করেছে ইত্যাদি।
ঘুরাঘুরিতে একদিন সকালে খামার পাড়ার ছোট বাজারে নুরুল ইসলাম ভাইয়ের সাথে দেখা সালাম দিলাম শুভেচ্ছা বিনিময় হল শীতের দিন সকালে সবাই রুদে গা তা লাগাতে দোকানের ব্যঞ্চ বাহিরে বসা তিনি আমাদের ওনার পাশে বসতে বলল চায়ের অর্ডার দিল আমরা ওনার পাশে বসতে চাচ্ছি সিনিয়র মানুষ কেমন জানি লাগতেছে তিনি বুঝতে পারলেন আমরা সংকুচ করতেছি তিনি অভয় দিলেন বস বস।
চায়ের কাপে চুমুক দিতে দক্ষিণ দিকে একটি সেমি পাকা লম্বা ঘর দেখলাম এই বাড়ি কার জিজ্ঞাস করতে নুরুল ইসলাম ভাই বলল বাড়ি নাই শাহান শাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর দায়রা শরিফ।
চল তোমাদের দেখাব আমি নুরুল ইসলাম সাথে দায়রা শরিফের উঠানে গেলাম সেই দিন তিনি আমাকে তার একটি স্বপ্নের কথা  জানালেন এইখানে একটি উচ্চ বিদ্যালয় স্থাপন করবেন।এই টা নয় বছর আগের কথা আজকে নুরুল ইসলাম ভাইয়ের স্বপ্নের বিদ্যালয়ের ভিত্তি হচ্ছে অভিনন্দন নুরুল ইসলাম বি এ ভাইসহ বিদ্যালয় সংশ্লিষ্ট সকল কে।

শাহান শাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী উচ্চ বিদ্যালয় আজ থেকে কাঞ্চন নগরে পথ চলা শুরু করবে এই পথ চলা আলোর এই পথ শিক্ষার। শিক্ষার আলোতে আলোকিত হবে আমাদের আগামীর প্রজন্ম আসুন সকলে প্রকৃত শিক্ষানুরাগী হয় যার যার অবস্থান থেকে আর্থিক,মানসিক,মেধা,শ্রম দিয়ে এই বিদ্যালয় কে প্রতিষ্টা করতে সাহাস্য সহযোগিতা করি।

Comments

Popular posts from this blog

একটি মেয়ে দৌড়ে বাসে উঠে বৃষ্টিতে অর্ধেক ভিজে.............

চাটগাঁইয়া ভাষার কবিতা

চাটগাঁইয়া কবিতা....নোয়া পয়সা....